আটকে আছে ৫০ ট্রাক
নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ, আটকে আছে ৫০ ট্রাক
ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে ফেরি পারাপারের উদ্দেশে ট্রাক নিয়ে আসা চালকরা। আটকে আছে অর্ধশতাধিক ট্রাক।
তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে, ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফুট। এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীর করলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন।
জানা গেছে, গত ১০ দিন ধরে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চলছে। এতে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এতে করে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি ঘাটের দুই পাশে আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
কবে ফেরি চলাচল স্বাভাবিক হবে সেটাও জানা নেই। ফলে পারাপারের অনিশ্চয়তা ও ভোগান্তি নিয়ে পড়ে আছে যাত্রীসহ পরিবহনগুলো।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, আমি প্রতি সপ্তাহে এ রৌমারী ঘাট হয়ে ট্রাক নিয়ে জামালপুর যাই। শুক্রবার রাতে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। পাথরবোঝাই ট্রাক নিয়ে এসেছি, জানি না কবে ফেরি চলাচল শুরু করবে।
১ মাস আগে