আব্দুর রহমান মারা গেছেন
মেহেরপুরে বিএনপি নেতা আব্দুর রহমান মারা গেছেন
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (৭১) মারা গেছেন।
সোমবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে তার বাসভবনে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ নিচ্ছলেন।
আরও পড়ুন: গাংনী সরকারি ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ আর নেই
আব্দুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই। মেহেরপুরের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক এমপি আহমেদ আলীর হাত ধরে তিনি দলের রাজনীতিতে আসেন। ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান (বর্তমানে মেয়র পদ) নির্বাচিত হন। পরে তিনি বিএনপির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন: সাংবাদিক জামিউল আহসান সিপুর বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক
৩ দিন আগে