আহত সদস্য
এসডিএফের শহীদ পরিবার ও আহত সদস্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি অর্থ উপদেষ্টার
জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্য ও আহত এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকারভোগীদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকায় এসডিএফ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত এসডিএফের নিহতদের পরিবার ও আহত সদস্যদের আর্থিক সহায়তা ও অনুদান দেওয়া হয়।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ড. সালেহউদ্দিন বলেন, এসডিএফ সদস্য পরিবারগুলোর আত্মত্যাগ ও অংশগ্রহণ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে ছাত্র ও গণঅভ্যুত্থানের সংহতিকে তুলে ধরে। এই আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল।
২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে এসডিএফের বিশ্বব্যাংক সমর্থিত রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের মোট ৭ জন শহীদ হন এবং ১৬ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ৩৩ জন আহত হন।
উপদেষ্টা সাত শহীদের পরিবারকে দুই লাখ করে টাকা, গুরুতর আহত ১৬ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে এবং আহত ৩৩ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
এই আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রকল্পের উদ্দেশ্যগুলোর অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও জীবিকা উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
এসডিএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফ পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে স্বায়ত্তশাসিত, অলাভজনক সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ২০০১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে।
এর লক্ষ্য জীবনযাত্রার উন্নতি, দারিদ্র্য হ্রাস এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখার দিকে মনোনিবেশ করা।
আরও পড়ুন: ঋণ দেওয়ার সময় কঠোর যাচাই-বাছাই ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান অর্থ উপদেষ্টার
১ দিন আগে