অমিতাভ
মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রবিবার দর্শন’
এই রবিবারও বিশেষ দিন ছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য। তার বাড়ি জলসা থেকে বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।
গতকাল (রবিবার) মুম্বাইয়ের নিজের বাংলোর বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
প্রতি রবিবার, শত শত ভক্ত অমিতাভ বচ্চনের বাসভবনের বাইরে জড়ো হন মেগাস্টারকে এক ঝলক দেখার জন্য। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে 'শোলে' তারকা ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অমিতাভ বচ্চনের 'ভেট্টাইয়ান' ছবিটি। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন বিগ বি। আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
এই বছরের জুনে 'কাল্কি ২৮৯৮ এডি' নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে। নাগ আশ্বিন পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমাটি হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থের প্রেরণায় তৈরি এবং এটি ২৮৯৮ সালের পটভূমিতে সেট করা হয়। সিনেমাটিতে কমল হাসান, প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানিসহ আরও অনেক অভিনেতা ছিলেন।
১ মাস আগে