নেতা-কর্মী আটক
সিলেটে ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহসভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।
আরও পড়ুন: গাংনীতে আগ্নেয়াস্ত্র জব্দ, ইউপি সদস্য আটক
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
র্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সকাল ৭টার দিকে হঠাৎ করে সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নেতা-কর্মীরা। এ সময় মিছিলকারীদের হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার ছিল।
আরও পড়ুন: সাবেক এমপি টিপু আটক
১ মাস আগে