ধান মাড়াই
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইলেকট্রিক মেশিনে ধান মাড়াইয়ের সময় সিরাজগঞ্জের কামারখন্দয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারাকান্দি বাঁশতলা বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের
নিহত মফিজুল ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ইলেকট্রিক মেশিনে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মফিজুল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
১ মাস আগে