কর্নফুলী টানেল
কাজে আসেনি কর্নফুলী টানেল, অপ্রয়োজনীয় খাতে ব্যয়ে বাড়েনি রেলসেবা: উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।
উপদেষ্টা অভিযোগ করে বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে যাত্রী নেই গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাহারি রেলস্টেশন ও রেললাইন তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা ব্যয় করে কর্ণফুলি টানেল নির্মাণ করা হলেও কোনো যানবাহন চলাচল করে না। লোকোমোটিভ ( রেল ইঞ্জিন) যাত্রী পরিবহনের ওয়াগন সংগ্রহ করা হয়নি, শুধু অর্থের অপচয় হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, যাত্রীসেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে সমন্বয় করা দরকার বলেও মনে করেন এই উপদেষ্টা।
আরও পড়ুন: শব্যাপী প্রতিভা অনুসন্ধান করা হবে: সংস্কৃতি উপদেষ্টা
পাশাপাশি জনবল সংকট দূর করাসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে দ্রুততম সময়ের মধ্যে লোকোমোটিভ ওয়াগন সংগ্রহ সম্ভব নয় উল্লেখ করে অচলগুলো মেরামতে সচল করে কিছুটা হলেও যাত্রীসেবা বাড়ানোর আশা করছেন তিনি।
রেলখাতের সমস্যা দূর করতে এবং সেবা বাড়াতে করণীয় সম্পর্কে (২২ নভেম্বর) শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন রেল সচিবসহ অন্যান্যরা।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টা ইউনূসের শ্রদ্ধা
১ মাস আগে