আইইউটির পিকনিক বাস
গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিকবাহী বাস জীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার (২৩ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গ্রামের শিক্ষার্থীদের নিয়ে একটি বিআরটিসি দ্বিতল চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। মুমূর্ষু অবস্থায় পাঁচজন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এতে আহত হয়েছেন ৩০ জনের বেশি শিক্ষার্থী।
আরও পড়ুন: ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তারা বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
যে সড়কে কোনোদিন বাস চলাচল করে না, সেই সড়কে দ্বিতল বাস নিয়ে পিকনিকে আসছে শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২ সপ্তাহ আগে