সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)
সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী আওয়ামীপন্থী প্যানেল
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত প্যানেল জয়লাভ করেছেন।
আগামী ২৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ থেকে মনোনীত প্রার্থী এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেল থেকে মনোনীত মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
আরও পড়ুন: খাবার উপযোগী পোকা নিয়ে সিকৃবি ছাত্রের গবেষণা
এছাড়া সহ-সভাপতি পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, কোষাধক্ষ্য পদে মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, যুগ্ম সম্পাদক পদে গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু, ও সদস্য পদে কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, এগ্রিকালচারাল কনস্ট্রাকশন ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা রায়, মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগের সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য্য, এনিমেল ও ফিশ বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আফরীন নির্বাচিত হয়েছেন।
শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত শিক্ষক নেতারা।
২ বছর আগে
সিকৃবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
করোনার কারণে ক্লাস, পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
সকাল ১০টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস অনলাইনে এই পরীক্ষার কার্যক্রম শুরু হয় এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল ১, সেমিস্টার একের ৪৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: পাঙ্গাসের মড়ক রোধে সিকৃবিতে ‘বায়োফিল্ম’ ভ্যাকসিন উদ্ভাবন
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, এর আগে অনলাইনে ক্লাস ও ইন্টার্নি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন বলেন, ‘এটা প্রযুক্তির যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমগ্র পৃথিবী চলছে, তার ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবার ব্যবস্থা করেছি।”
আরও পড়ুন: খাবার উপযোগী পোকা নিয়ে সিকৃবি ছাত্রের গবেষণা
ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. রোমেজা খানম বলেন, “এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষা দেবার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হবে। করোনার কারণে পিছিয়ে পড়া একাডেমিক ব্যবস্থাকে আমরা শিগগিরই পুনরুদ্ধার করতে পারবো।”
৩ বছর আগে
তাপমাত্রা বাংলাদেশে করোনার বিস্তারকে ধীর করে দিতে পারে: সিকৃবি
বর্তমান তাপমাত্রা বাংলাদেশে কোভিড-১৯-এর বিস্তারকে অনেকটা ধীরগতি করে দিতে পারে বলে জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক।
৪ বছর আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিকর ‘স্কোয়াশ’ নিয়ে গবেষণা
পুষ্টিগুণে সমৃদ্ধ বিদেশি সবজি স্কোয়াশ (Cucurbita pepo) বাংলাদেশে খুব একটা প্রচলিত নয়। এটিকে বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহতাসিম বিল্লাহ সাজিদ একটি গবেষণা শুরু করছেন ।
৪ বছর আগে