হাসপাতালে ৯৩৪
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৩৪
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩৪ জন।
সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২১ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪১৩ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি, হাসপাতালে ১০৭৯
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৬১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৯ দশমিক ০ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ০ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৭ হাজার ৭২৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
৩ সপ্তাহ আগে