শিক্ষার্থীদের সংঘর্ষ
শিক্ষার্থীদের সংঘর্ষ, যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেমরার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুরের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
চিকিৎসায় গাফিলতিতে এক জনের মৃত্যুর অভিযোগে ছাত্র বিক্ষোভের জেরে এই অস্থিরতা শুরু হয়।
সোমবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নূর হোসেন দিবস ঘিরে উত্তেজনা: সারাদেশে বিজিবি মোতায়েন
গত ১৬ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হওয়া ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হালদার। পরে গত ১৮ নভেম্বর তার মৃত্যুর পর সহপাঠীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তারা অভিজিতের চিকিৎসায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন।
এর প্রতিবাদে রবিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ন্যাশনাল মেডিকেল কলেজের সমর্থনে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
আরও পড়ুন: আ.লীগ নেতাদের দেশ ছেড়ে পালানোর জন্য বিজিবি এককভাবে দায়ী নয়: ডিজি
রবিবারের হামলার প্রতিশোধ নিতে সোমবার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে জড়ো হলে সহিংসতা আরও বেড়ে যায়। দুপুরের মধ্যে দলটি কলেজের সম্পত্তি ভাঙচুর শুরু করে। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।
রবিবারের সংঘর্ষে এরই মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে