প্রথম আলোর অফিস
বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর
বগুড়ায় দৈনিক প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় ঘটনাটি ঘটে।
এ বিষয়ে প্রথম আলোর বগুড়া অফিস প্রধান আনোয়ার পারভেজ বলেন, হামলার আশঙ্কায় রাত পৌনে ৯টার দিকে অফিস বন্ধ করি। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা আমাকে ফোন করে জানান, অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন: ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
তিনি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে দেওয়ালের কাচ ভাঙচুরসহ অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করে। তারা ৭-৮ জন ছিল এবং সবার মুখেই মুখোশ পরা ছিল। ফলে এ কাজ কারা করল তা জানা যায়নি।
বগুড়া সদর থানার সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে।
৩ সপ্তাহ আগে