নৌকা ডুবি
রাজধানীর মানিকদিয়ায় নৌকা ডুবে যুবকের মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকার অদূরে মানিকদিয়া সংলগ্ন ঝিলে বন্ধুদের সাথে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় ঘটা এ দুর্ঘটনায় জাহিদুল ইসলাম ফারদিনের (২০) মৃত্যু হয়। মৃত ফারদিন যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার রফিকুল ইসলাম বাবুলের ছেলে।
মৃত ফারদিনের সঙ্গে নৌকায় থাকা ও উদ্ধারকারী বন্ধু উজ্জল মিয়া, বাহাউদ্দিন, আশরাফ উদ্দিন হৃদয় অচেতন অবস্থায় রাত ১০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
হাসপাতলে নিয়ে আসা তিন বন্ধু জানান, একসঙ্গে সবাই মানিকদিয়া ঘুরতে গেলে নৌকা দেখে নৌকায় উঠে ঘুরতে থাকেন তারা। ঘাট থেকে একটু দূরে যাবার পর হঠাৎ নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে উঠলেও, ফারদিন উঠতে পারেনি। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়।
অপরদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাইকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে।’
আরও পড়ুন: হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে গ্রেপ্তার ৪
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
৩ বছর আগে
সীতাকুণ্ড ও ভাসানচর থেকে আরও দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড ও নোয়াখালীর ভাসানচর থেকে দুই দিনে আরও দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সীতাকুণ্ড ও গতকাল ভাসানচর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ও নোয়াখালী পুলিশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ছেলে শিশুর (৮) লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি কোস্টগার্ডকে হস্তান্তর করেছে। লাশটি ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানায় কোস্টগার্ড। এর আগে গতকাল ভাসানচরে থেকেও ইমাম হোসেন (১১) নামে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে নোয়াখালী পুলিশ।
আরও পড়ুনঃ সাগরে নৌকাডুবি: ১১ রোহিঙ্গার লাশ উদ্ধারসীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, স্থানীয় এলাকাবাসী কেওড়া বাগানে একটি শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেয়। অজ্ঞাত শিশুর লাশ আমরা উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছি।এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত থেকে ১২/১৩ বছর বয়সী রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করেছিল পুলিশ।কোস্টগার্ড জানায়, গত ১৩ আগস্ট (শুক্রবার) নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। এ নিয়ে মোট ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া শুরুনোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৩জন রোহিঙ্গার লাশের পরিচয় সনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান জানান, ১৩ আগস্ট নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে ৭জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এর আগে, চার দিনের অভিযানে প্রথম দিনে একটিটি ও দ্বিতীয় দিনে তিনটি, তৃতীয় দিনে একটি ও চতুর্থ দিনে একটি লাশ উদ্ধার এবং সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ভাসানচর ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের ফজল আহমদের ছেলে ইমাম হোসেন (১১) এর লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৩/১৪ জন রোহিঙ্গা। উদ্ধার করা লাশ ভাসানচর ক্যাম্পের কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুনঃ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ৫
৩ বছর আগে
পদ্মায় নৌকা ডুবি: নৌকার মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নৌকার মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ।
৪ বছর আগে
কর্ণফুলীতে নৌকা ডুবি: ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার পাঁচ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর কর্মীরা।
৪ বছর আগে