খুলনার বাজার
খুলনার বাজারে শীতের সবজির দাম আকাশ ছোঁয়া
আর একদিন পরই শুরু হচ্ছে ডিসেম্বর মাস। গ্রামাঞ্চলে প্রকৃতিতে শীত পড়ে গেছে। সেই সঙ্গে ফসলের মাঠে মাঠে টাটকা সবজির সমারোহ দেখা যাচ্ছে। বাজারে সাজিয়ে রাখা হয়েছে সবধরনের সবজি।
তবে নগরীর দোকানগুলোতে সবজির সরবরাহ থাকলেও দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। একমাসের ব্যবধানে বেসামাল হয়ে উঠছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জিনিসের মূল্য। ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
পেঁয়াজ ও আলুতে শুল্ক কমালেও এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি খুলনার বাজারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিকবার অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবে। নাগালের বাইরে নিম্ন আয়ের ক্রেতাদের। দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
আরও পড়ুন: শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম
৩ সপ্তাহ আগে