বরিশালে বলগেট
বরিশালে বলগেট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩
বরিশালে নোঙরে থাকা বালুবাহী বলগেট ও যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বরিশাল সদর উপজেলার বিশ্বাসের হাট সংলগ্ন কীর্তনখোলা নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ‘ভোলা থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি বরিশাল নৌ বন্দরের দিকে আসছিল। স্পিডবোটটি দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছালে নদীতে নোঙর করে থাকা বালুবাহী বলগেটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা চার যাত্রী নিখোঁজ হন।, বাকি চারজন সাঁতরে তীরে উঠে। এ সময় এলাকাবাসী নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালেও রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী দল পৌঁছায়নি বলে জানিয়েছেন ওসি।
৩৬৫ দিন আগে