মিল্ক ভিটা
মিল্ক ভিটার অন্তর্বর্তীকালীন কমিটি গঠন
মিল্ক ভিটা নামে পরিচিত বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের জন্য ছয় সদস্যের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০২ ও ২০১৩ সালে সংশোধিত সমবায় সমিতি আইন ২০০১ অনুযায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা তদারকি ও নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা
এতে বলা হয়, কমিটির চেয়ারপারসন করা হয়েছে কমান্ডার জহুরুল আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (প্রতিষ্ঠান-২), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন উপসচিব এবং সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জেড ওয়াই খান মজলিশ ও মো. মোস্তাফিজুর রহমান।
২ সপ্তাহ আগে