মিল্ক ভিটা নামে পরিচিত বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের জন্য ছয় সদস্যের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০২ ও ২০১৩ সালে সংশোধিত সমবায় সমিতি আইন ২০০১ অনুযায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা তদারকি ও নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা
এতে বলা হয়, কমিটির চেয়ারপারসন করা হয়েছে কমান্ডার জহুরুল আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (প্রতিষ্ঠান-২), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন উপসচিব এবং সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জেড ওয়াই খান মজলিশ ও মো. মোস্তাফিজুর রহমান।