চিনি চোরাচালান
সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে শাহপরাণ থানা পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শাহপরান থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফাতেহপুর গ্রামের মো. সাহিদ আহমদ (২৬) ও একই উপজেলার বাঘেরখাল গ্রামের ইমন আহমদ (১৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা গেইট বাইপাস পয়েন্টের বনফুল নামে একটি দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় প্রায় ২১ হাজার ১১৯ কেজি চিনি রয়েছে। এর বাজার মূল্য ২৫ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় দুইজনকে আটকসহ একটি ট্রাক জব্দ করে শাহপরান থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব চিনি আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ সপ্তাহ আগে