টাকা উদ্ধার
চুরির কোটি কোটি টাকা উদ্ধারে দ্রুত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের
ব্যাংকিং ব্যবস্থা ও অন্যান্য উপায়ে দেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার এজন্য সহায়তা দিতে একটি বিশেষ আইন প্রণয়নের পরিকল্পনা করছে।
গত বছরের সেপ্টেম্বরে গঠিত ১১ সদস্যের টাস্কফোর্সের সঙ্গে সোমবার (১০ মার্চ) এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আরও সহজতর করতে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হবে।
বর্তমানে সংসদ না থাকায় আইনটি কীভাবে প্রণয়ন করা হবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, একটি নির্ধারিত পদ্ধতি হিসেবে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করা হবে।
আজকের বৈঠকটি প্রায় ৯০ মিনিট স্থায়ী ছিল উল্লেখ করে শফিউল আলম বলেন,‘এটা এক ধরনের মহাসড়ক ডাকাতি। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার যেকোনো মূল্যে চুরি যাওয়া অর্থ ফেরত আনতে চায়।’
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে প্রায় ২০০ আইন সংস্থার সঙ্গে কথা বলেছে এবং প্রক্রিয়াটি সহজতর করার জন্য এটি ৩০টির সঙ্গে চুক্তি করতে পারে।
শফিউল আলম বলেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ১১টি বড় কোম্পানি ও ব্যক্তির বিষয়ে কাজ করছে।
একজন ব্যক্তি টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাঠিয়েছেন মর্মে উদাহরণ দেন প্রেস সচিব।
বৈঠকে অর্থ পাচারের বিষয়ে আরও বিস্তারিত জানার সিদ্ধান্ত হয়, কীভাবে এটি ঘটেছে এবং কোথায় গেছে তা জানার সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টা সভায় উপস্থিত সকলের কাছ থেকে আপডেট চেয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ফেরত আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
শফিউল আলম বলেন, প্রতি মাসে এই সভা অনুষ্ঠিত হবে এবং ঈদের পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিগগিরই চীন, থাইল্যান্ড ও জাপান সফরে যাবেন ড. ইউনূস
১১ দিন আগে
লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় ৬৬ লাখ টাকা উদ্ধার
লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বাণ্ডিলে ৬৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে ওই টাকাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নেত্রকোণায় চুরি যাওয়া টাকা উদ্ধারসহ আসামি গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর থানায় খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বাণ্ডিল উদ্ধার করে। প্রত্যেক বাণ্ডিলে একশটি করে নোট ছিল। টাকাগুলোর পেছনে লেখা ছিল, ‘সাথী সংঘ, লাকি কুপন, ভাগ্য পরিবর্তন।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘আমরা এক হাজার টাকার ৬৬টি বাণ্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।’
১২১৯ দিন আগে
নাটোরে ময়লার স্তুপে মিলল ব্যাগ ভর্তি টাকা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডের ময়লার স্তুপ থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফরিদপুরে বিকাশের ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী রতন বাসফোর জানান, রবিবার সন্ধ্যায় বনপাড়া বাজার বাস্ট্যান্ড এলাকায় আবর্জনা পরিষ্কার করার সময় সেখানে একটি ব্যাগ দেখে কৌতুহলবশত ব্যাগটি খুলে তার ভেতর প্রচুর টাকা দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় লোকজনদের জানালে, তারা ব্যাগ থেকে টাকাগুলো ঢেলে প্রকাশ্যে গণনা করে। বিভিন্ন মূল্য মানের কাগজী ও ধাতব মূদ্রা গণনা করে ১৬ হাজার ২১০ টাকা পাওয়া যায়।
রতন বাসফোর জানায়, ওই স্থানে অজ্ঞাত এক বৃদ্ধা ভিক্ষুক অবস্থান করতো। হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাতি, চুরি ও জাল টাকা উদ্ধারের ঘটনায় আটক ১১
পৌর মেয়র জাকির হোসেন জানান, টাকার পরিমাণ ও মুদ্রার ধরন দেখে সেগুলো ওই ভিক্ষুকের বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া টাকাগুলো পৌরসভায় জমা রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র।
১৩৯১ দিন আগে
ফেনীতে হারিয়ে যাওয়া ৬ লাখ টাকা ফিরে পেলেন ব্যবসায়ী
পুলিশকে অবহিত করার সাথে সাথে হারিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ৬ লাখ টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে ফেনী মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে উদ্ধারকৃত টাকা মালিকের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন ফেনী বড় বাজারের প্রত্যয় এন্টারপ্রাইজের ব্যবসায়ী আলাউদ্দিন খোন্দকার জুয়েল। সঙ্গে মোটরসাইকেলের পিছনে দুটো পলিথিন ব্যাগের ভেতরে রাখা ছিল ৬ লাখ ১ হাজার ৫০০ টাকা। পথিমধ্যে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে এসি মার্কেট অংশে টাকাগুলো মোটরসাইকেল হতে পড়ে যায়।
এর আগে, বহস্পতিবার বিকালে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়রি করেন সেই ব্যবসায়ী।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সাধারণ ডায়েরির পরপরই ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুদ্বীপ রায় ও উপপরিদর্শক মো. মশিউর রহমানসহ পুলিশের একটি দল ঘটনার তদন্তে নামেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুদ্বীপ রায় বলেন, ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি দোকান ও জেলা পুলিশ কন্ট্রোল রমের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে করে দেখা যায়, একজন ব্যক্তি টাকার ব্যাগটি তুলে নিয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তিকে শনাক্ত করে হারানো টাকা উদ্ধারে শনিবার রাতেই ধর্মপুর ইউনিয়নের জোয়াড় কাছাড় যাই আমরা। ওই গ্রামের মো. বেলাল হোসেন নামীয় এক ব্যক্তি টাকাগুলো তুলে নিয়েছিলেন। তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।’
মো. বেলাল হোসেন টাকার ব্যাগটি পাওয়ার পর মালিককে খুঁজছিলেন এবং পুলিশকে জানানোর জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন জানান সুদ্বীপ রায়। এর আগেই শহর পুলিশ ফাঁড়ি সদস্যরা তার কাছে পৌঁছে যায়।
শুক্রবার সকালে টাকাগুলো ব্যবসায়ী আলাউদ্দিন খোন্দকার জুয়েলের হাতে তুলে দেন পুলিশ সদস্যরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো.ওমর হায়দার, পরিদর্শক সুদ্বীপ রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
১৪৩৫ দিন আগে
কক্সবাজারে ৩ সার্ভেয়ারের বাসা থেকে কোটি টাকা উদ্ধার
কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে বুধবার প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র্যাব।
১৮৫৭ দিন আগে