কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে বুধবার প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র্যাব।
বিকাল ৫টার দিকে র্যাব-১৫ এর একটি দল কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া ও বাহারছড়া এলাকায় এ অভিযান চালায়।
এসময় দুই সার্ভেয়ার পালিয়ে গেলেও ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করা হয়।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, বিপুল পরিমান অবৈধ টাকা মজুদের খবর পেয়ে র্যাবের একটি দল প্রথমে শহরের তারাবনিয়ার ছড়ায় সার্ভেয়ার ওয়াসিম ও ফেরদৌসের বাসায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেরদৌস পালিয়ে গেলেও সার্ভেয়ার ওয়াসিমকে প্রায় ৬ লাখ টাকাসহ আটক করতে সক্ষম হয় র্যাব।
পরে ফেরদৌসের বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা এবং বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। এসময় বিভিন্ন সরকারি নথিপত্র ও চেকসহ লেনদেনের কাগজপত্রও জব্দ করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেজর মেহেদি হাসান।