সরকারের উদ্যোম কম
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোম কম: রিজভী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের মধ্যে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে, রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে।
রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী কৃষকদল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাস্তায় রাস্তায় এখনও গাড়িতে চাঁদাবাজি চলছে। বিএনপি এসব বন্ধের চেষ্টা করতে পারে, কিন্তু বন্ধ করতে পারবে না। এর দায়িত্ব সরকারের।’
আরও পড়ুন: সংস্কার নিয়ে রাজনৈতিক দলকে জড়িয়ে উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য 'ভুল ও বিভ্রান্তিকর': রিজভী
তিনি বলেন, ‘রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরুন। এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। আমরা বলছি না যে সরকারের কোনো লোক এটা করছে। কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না।’
এই বিএনপি নেতা বলেন, ‘সরকার এসব প্রতিহত করার চেষ্টা করলেও উদ্যম কম। মানুষকে এই পরিস্থিতি যদি আগের আমলের চেয়ে স্বস্তি দিতে না পারে তাহলে মানুষ হতাশ হবে।’
‘অগ্রগতি যে একেবারে হয়নি আমরা তা বলছি না। আমরা এখন বক্তৃতা করে বাসায় যেতে পারছি আমাদের এখন পুলিশ ধরছে না, গোয়েন্দা পুলিশ খুঁজছে না, হ্যাঁ এটা হয়েছে।’
‘রাজনৈতিক দলগুলো ৫০ বছরেও কিছু করতে পারেনি, বর্তমান সরকার সেগুলো করছে’– একজন উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে এ সময় তিনি বলেন, ‘উপদেষ্টার এমন বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের কাজের মতো। রাষ্ট্র সংস্কারের বিষয় দ্রুত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে না দিলে এ সরকারের প্রতি মানুষের সমর্থন কমতে থাকবে।’
আরও পড়ুন: প্রতিবেশী দেশে গণতন্ত্র চায় না ভারত: রিজভী
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
২ দিন আগে