উপজেলা ছাত্রলীগ সভাপতি
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে বাড়ির সামনের শনির হাওরের পাড় থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, ইশতিয়াক আখঞ্জি রাহি, মো. মুরাদ মিয়া ও মাকসুদ হোসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলেয়োর হোসেন বলেন, ‘৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রবিবার মধ্যরাতে আশ্রাউল জামান ইমন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন এই তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ বিষয়ে তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।
১ দিন আগে