দুই বন্ধু নিহত
১০ মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল দুই বন্ধুর
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদের মধ্যে মোটরসাইকেল রেস করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।
আরও পড়ুন: সিলেটে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, বাসে আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ্ সেতু থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। পথিমধ্যে মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন নিহত হন, আর গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১১ দিন আগে
গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধু নিহত
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে বায়েজিদ হোসেন (৩৫) ও মাহিন (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত বায়েজিদ হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং মাহিন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে।
আরও পড়ুন: নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে পাঁচ বন্ধু পাঁচুয়া গ্রামে নৌকা করে শাপলা তুলতে গেলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। এ সময় বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘পাঁচুয়া বিলে পাঁচ বন্ধু মিলে শাপলা দেখতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে যায়। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।’
১২৬ দিন আগে
সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সাতক্ষীরা-যশোর মহাসড়কে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলায় ছয়ঘরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর গ্রামের বাসিন্দা জয় এবং সদরের মাছখোলা গ্রামের সিহাবুজ্জামান সিহাব।
আরও পড়ুন: পাশাপাশি বিএনপির দুপক্ষের সভা, সংর্ঘষ এড়াতে ১৪৪ ধারা জারি
সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুই বন্ধু সাতক্ষীরায় যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক কলারোয়ায় পৌঁছালে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন।
এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩৫২ দিন আগে
ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর পশ্চিম আলিপুরের বাসিন্দা মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন এলাকার খলাবাড়ির বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু ভাঙ্গায় যাওয়ার পথে ওভারটেক করতে গিয়ে একটি বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মামুনুর রহমান নিহত হন। পরে আহত মোহাম্মদ গুপি শেখকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩৫৩ দিন আগে