ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর পশ্চিম আলিপুরের বাসিন্দা মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন এলাকার খলাবাড়ির বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু ভাঙ্গায় যাওয়ার পথে ওভারটেক করতে গিয়ে একটি বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মামুনুর রহমান নিহত হন। পরে আহত মোহাম্মদ গুপি শেখকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।