এলোপাতাড়ি গুলি
নাটোরে বিএনপি নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি
নাটোরের বাগাতিপাড়ায় সোমবার দিবাগত মধ্যরাতে আব্দুর রশিদ চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে এলোপাতারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
গুলিতে বাড়ির জানালা ক্ষতিগ্রস্থ হলেও কোউ হতাহত হয়নি।
বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করেছেন,গতরাত দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে একদল দুর্বৃত্ত জয়ন্তীপুর এলাকায় তার বাড়ির সামনে গিয়ে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিতে তার বাড়ির জানালা,দেয়ালসহ বিভিন্ন স্থানে আঘাত হানে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
১ দিন আগে