১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
সিকৃবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবসটি জাঁকজমকভাবে পালনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়।
এদিন সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সমগ্র ক্যাম্পাস ঘুরে টিএসসির সামনে গিয়ে শেষ হয়।
পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভিসির দুর্ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে সিকৃবির শিক্ষকরা
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিকৃবির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন।
১২ ঘণ্টা আগে