১২ লাখ টাকার মালামাল
মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি
মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেঁধে রেখেখে ট্রাক ভড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোরের দিকে এক নারী ফোন করে এ ডাকাতির ঘটনা জানান। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’
তিনি জানান, দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
স্বপন ইসলাম জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।
বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, ভোর ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখিনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ‘ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
২ দিন আগে