আখ মাড়াই মৌসুম
দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ
দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের আজ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গত ৬ ডিসেম্বর বয়লারে স্লো-ফায়ারিং শেষ করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, চিনিকলের লোকসান কমাতে এবং লাভজনক করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আখ রোপণ ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশী নজর দেওয়া হচ্ছে। কৃষকদের আখচাষে উদ্বুদ্ধ করতে সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।
তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আখ কাটার ক্ষেত্রে দা বা হাসুয়া ব্যবহার না করে কোদালের মাধ্যমে করলে বেশী ফলন ও মুনাফা অর্জন সম্ভব। তাই সকল কৃষককে কোদালের সাহায্যে গোড়া থেকে আখ কাটার পরামর্শ দেন।
চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাশে চিনি ও খাদ্য করপোরেশন ২০২৪-২৫ আখ মাড়াই মওসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার গড় মাড়াই হার ধরা হয়েছে ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। চলতি মাড়াই মৌসুমে ৫ হাজার ১০০ একর জমিতে আখচাষ চলমান রয়েছে। এর মধ্যে কৃষকের জমিতে ৩ হাজার ৪৫৫ একর এবং কেরুর নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৫ একর আখ রয়েছে।
উল্লেখ্য, অর্থ সাশ্রয় ও চিনিকলের লোকসান কমাতে এবার সাশ্রয় নীতিতে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন সাদা-মাটাভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কেরুর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অনিয়মে জর্জরিত কেরু অ্যান্ড কোম্পানি
১০০ দিন আগে