তিন সড়ক
সাভার-আশুলিয়ায় তিন সড়কে ডাকাতি, আহত ২০
সাভার ও আশুলিয়ায় এক রাতে তিন সড়কে বাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির কবলে পড়া যানবাহনের যাত্রীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএনবি পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একদল ডাকাত ডাকাতি করতে ওঠে। এ সময় তারা চারজনকে কুপিয়ে আহত করে এবং যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্য এক ঘটনায় সাভারের চাঁপাইন এলাকায় জনসম্মুখে চারজনকে ছুরিকাঘাতে আহত করেছে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি
এ ছাড়াও, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের পলমল গার্মেন্টসের পাশে একটি বিয়ে বাড়ির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বিয়ে বাড়ির লোকজন জানান, ময়মনসিংয়ের থেকে রাত ২টার দিকে বিয়ে বাড়ির একটি মিনি বাস আশুলিয়ার সদরপুর আসছিল। বাসটি সেখানে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী ডাকাত বাসটি আটক করে বাসে থাকা সবাইকে মারধর করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। শুক্রবার রাতে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশে রওনা হয় কয়েকজন। রাত সাড়ে ৯টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ৩-৪ জন ডাকাত গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির সামনের ও দুই পাশের কাঁচ ভেঙে রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ফোন লুট করে ডাকাতরা। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
আরও পড়ুন: বাসা-বাড়িতে ডাকাতি প্রতিরোধে করণীয়
আহতদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, ‘ডাকাতদের আটকের চেষ্টা চলছে।’
১৩ ঘণ্টা আগে