দম্পতিসহ তিনজন নিহত
রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার কান্দ্রা গ্রামের আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও ফাতেমার বোন যুথি খাতুন।
শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, নিহত তিনজন মোটরসাইকেল করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
প্রায় সঙ্গে সঙ্গে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমারও মৃত্যু হয়।
এসআই ফিরোজ জানান, বাসটি শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৯ ঘণ্টা আগে