মেছো বিড়াল
যশোরে ২ তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার
যশোর থেকে দুটি তক্ষক ও একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, সাতক্ষীরার তালতলা নামক স্থান থেকে তক্ষক দুটি এবং শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পোষার জন্য খাঁচায় আটকে রাখা হয় মেছো বিড়াল, পরে উদ্ধার
বন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সুস্থ হয়ে নিজে অল্প হাঁটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।
এদিকে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে তক্ষক ও বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক উদ্ধারসহ একজনকে আটক করা হয়। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে
১৭৭ দিন আগে
পোষার জন্য খাঁচায় আটকে রাখা হয় মেছো বিড়াল, পরে উদ্ধার
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় একটি মেছো বিড়াল আটক করেছে গ্রামবাসী। সোমবার (১২ মে) বিকালে ফসলি জমি থেকে ধাওয়া করে এটিকে আটক করা হয়েছে।
এদিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তর পাড়া থেকে এই মেছো বিড়ালটিকে উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে নেওয়া হয়েছে। সেখানে এটিকে অবমুক্ত করা হবে।
সোমবার জগতপুর গ্রামের নুরুন্নবী বলেন, ‘বিকালে বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। এ সময় মেছো বিড়ালটিকে কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। বর্তমানে এটি আমার ভাই অলি উল্যার ঘরে রয়েছে।’
অলি উল্যাহ বলেন, ‘শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসীরা মেছো বিড়ালটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি।’
আরও পড়ুন: মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশেষ ভ্যান
সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে মেছো বিড়ালটিকে স্থায়ীভাবে আমার কাছে রাখতে চাই বরে জানান তিনি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘একটি মেছো বিড়াল জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি।’
তারা দ্রুত সময়ের মধ্যে মেছো বিড়ালটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
২০৬ দিন আগে
মেছো বিড়াল রক্ষা করা পরিবেশের জন্য জরুরি: পরিবেশ উপদেষ্টা
মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’
শনিবার (১ ফেব্রুয়ারি) মেছো বিড়াল দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তরে বিশ্ব এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায় জানিয়ে তিনি বলেন, ‘এদের রক্ষা করতে হবে। এদের হত্যা চলতে থাকলে এটি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। এদের হত্যা না করে জনসচেতনতা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘জেলা প্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃত প্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে। এছাড়া গণমাধ্যম শুধু দুঃখপ্রকাশ নয়, মেছো বিড়ালের পরিবেশগত গুরুত্বও তুলে ধরতে হবে।’
আরও পড়ুন: বায়ুদূষণ কমানো সময়সাপেক্ষ ব্যাপার: পরিবেশ উপদেষ্টা
জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ান। তিনি আরও বলেন, ‘শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। একেইসঙ্গে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। কার্যকর বনায়ন পরিকল্পনা নিলে সংকট কাটানো সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, ফজলে রাব্বী, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ।
৩০৭ দিন আগে
মেছো বিড়াল হত্যার অভিযোগে ঝিনাইদহে যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
গত ১৯ ডিসেম্বর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৩টি বন বিড়াল ছানা উদ্ধার
জাহিদুল ইসলাম আগেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
৩৪৮ দিন আগে