ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া
নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ফেলে হরলুজা বেগম নামে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ওই নারীর পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সময় হাতেনাতে ফারহান রনি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং হরলুজা হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, গাজীর বাজারের এনামুল ও রোমানের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। হাঁস খুঁজতে গিয়ে পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে গিয়ে আগুনে পোড়ার গন্ধ পান। তখন তারা আগুনে কী পোড়ানো হচ্ছে দেখতে চাইলে সে জানায়, গাছের পাতা পোড়ানো হচ্ছে, তাই গন্ধ। পরে বিষয়টি সন্দেহ হলে ক্ষুব্ধ হয়ে রনি তাদের মারার হুমকি দেয়। পরে এলাকাবাসী গিয়ে দেখে গর্তে ঢুকিয়ে লাশ পোড়ানো হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
তবে কী কারণে হরলুজাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, লাশের বেশিরভাগ পুড়ে গেছে। মাথা ছিল না। হাতে চুরি থাকায় লাশটি নারীর বলে ধারণা করা হয়। পরে আটক যুবকের তথ্য অনুসারে লাশের মাথা উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়।
কীভাবে কী ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
১ দিন আগে