উল্টে খাদে
দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও থেকে রংপুরে যাবার সময় দিনাজপুরের চিরিরবন্দরের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রংপুর থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরও পড়ুন: গাইবান্ধায় বাস খাদে পড়ে হেলপার নিহত
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শামীম পরিবহনের নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন।
এ সময় দশমাইল হাইওয়ে থানা পুলিশ, সৈয়দপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
৯৪ দিন আগে