দিনাজপুর মেডিকেল
দিনাজপুর মেডিকেলে সহকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে এক চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
গত ২৬ ডিসেম্বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গাইনি বিভাগের সার্জন চিকিৎসক আরজু শামীমা রহমানকে এক রোগীর স্বামী ও স্বজনদের হাতে লাঞ্ছনার শিকার হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামেন মেডিকেল কলেজসহ সহকর্মী চিকিৎসকরা।
আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছনা: মোস্তাফিজুরের মনোনয়ন বাতিল দাবি বিএফইউজে-সিইউজের
কর্মসূচিতে বক্তব্য দেন, গাইনি চিকিৎসক অধ্যাপক ইসরাত শারমিন, গাইনি চিকিৎসক অধ্যাপক জাহান আরা বেগম মুন্নী, শিশু রোগ চিকিৎসক ফাতেমা ফারজানা, সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।
আন্দোলনকারী চিকিৎসকরা জানান, গত ২৫ ডিসেম্বর অন্য চিকিৎসা কেন্দ্র থেকে রেফার্ড করা একজন রোগীনিকে ২৬ ডিসেম্বর সিজারিয়ান অপারেশেনের সিদ্ধান্ত নেন গাইনি বিভাগের সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার আরজু শামীমা রহমান।
চিকিৎসকের নির্দেশনা না মেনে সকালে কেক বিস্কুট খেয়ে নেওয়ায় জটিলতার আশঙ্কায় ওই রোগীনিকে এনেসথেসিয়া দেওয়ার মতো ফিটনেস না থাকায় রোগীনিকে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করতে সম্মত হননি চিকিৎসক আরজু শামীমা রহমান। এসময় তাকে অপারেশন থিয়েটারের সামনে ধাক্কাধাক্কিসহ লাঞ্ছিত করেন ও রোগীনির স্বামী-স্বজনরা।
এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন
৯৭ দিন আগে