চাল বিক্রি
৪২২ উপজেলায় দৈনিক ২ টন ওএমএসের চাল বিক্রি করবে সরকার
ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতি কর্মদিবসে ২ টন চাল বিক্রি করবে সরকার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।
এতে বলা হয়, জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। সেগুলোর কার্যক্রম চলমান থাকবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে সরকার।
আরও পড়ুন: চালের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ হয়েছে, স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা
২১ ঘণ্টা আগে