বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ
ব্রাহ্মণবাড়িয়ায় খেলার মাঠ দখল করে বিএনপির সম্মেলন
কোনো অনুমতি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ জন্য পুরো মাঠজুড়ে তৈরি করা হচ্ছে বাঁশের প্যান্ডেল। শিক্ষার্থীরা স্বাভাবিক কার্যক্রমসহ অ্যাসেম্বলি, খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারছে না।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের কাছে সম্মেলন বন্ধের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ।
এছাড়া বিজিএফসিএল কর্তৃপক্ষ ১ জানুয়ারি জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়।
বিজিএফসিএলের চিঠি সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। এটি কেপিআই-১ (ক) শ্রেণিভুক্ত প্রতিষ্ঠান। কেপিআই নীতিমালার আলোকে এই প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা হচ্ছে।
আরও পড়ুন: বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ কেপিআই-১ (ক) শ্রেণিভুক্ত স্থাপনার অভ্যন্তরে অবস্থিত। এর কাছে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা, বিজিএফসিএলের প্রধান কার্যালয় ও দুটি উচ্চ চাপসম্পন্ন গ্যাসকূপ রয়েছে। এসব স্থাপনা একই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত।
বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ক্লাস চলছে। প্যান্ডেলের কারণে ছাত্র-ছাত্রীদের অ্যাসেম্বলি ও খেলাধুলা ব্যাহত হচ্ছে।
বিষয়টি অবহিত করে জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে প্যান্ডেলের বাঁশ অপসারণের জন্য অনুরোধ করে বিজিএফসিএল কর্তৃপক্ষ। জবাবে সিরাজুল ইসলাম সিরাজ জানান, ১৮ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলনের পর মাঠ থেকে প্যান্ডেলের বাঁশ সরানো হবে।
বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সিয়াম ও মো. আরিক বলেন, ‘প্রায় ২০ দিন ধরে স্কুলের মাঠে বাঁশের প্যান্ডেলের জন্য আমরা অ্যাসেম্বলি ও খেলাধুলা করতে পারছি না। আমাদের এই প্রতিষ্ঠানে কোনোদিনও এমন সম্মেলনের আয়োজন করতে দেখিনি।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘আগে কোনো রাজনৈতিক সভা ও সমাবেশ কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে হয়নি। দলের বৃহৎ একটি পক্ষের নেতাকর্মীদের এড়াতেই তারা শহরতলি এই প্রতিষ্ঠানের মাঠে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘মাঠটি কেপিআইভুক্ত নয়। আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলন হবে এই মাঠেই। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের ক্ষতি হবে না।’
বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘বাঁশের প্যান্ডেলের কারণে শিক্ষার্থীদের আমরা মাঠে অ্যাসেম্বলি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারছি না। জানুয়ারির মধ্যে খেলাধুলা শেষ করার সরকারি নির্দেশনা রয়েছে। তাও হচ্ছে না।’
বিজিএফসিএল ব্রাহ্মণবাড়িয়ার মহাব্যবস্থাপক (প্রশাসন) ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান জানান, ‘স্কুল মাঠটি কেপিআইভুক্ত এলাকায়, মাঠে বাঁশের প্যান্ডেলের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি দিয়েছি।’
আরও পড়ুন: আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি
৩৩৬ দিন আগে