প্রবাসী যুবক
চাঁদপুরে ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকচাপায় বেলাল হোসেন নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাকচাপায় ঘটনাস্থলেই বেলাল হোসেন প্রাণ হারান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ইউএনবিকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি আটক হলেও এর চালক পালিয়ে যায়।
৩১৫ দিন আগে