হুইলচেয়ার
শরীয়তপুরে হুইলচেয়ারে ভোট কেন্দ্রে শত বছর বয়সী গোল বাহার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলের সহযোগিতা নিয়ে হুইলচেয়ারে বসে ভোট দিতে এসেছেন শত বছর বয়সী গোল বাহার।
রবিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ১৬ নম্বর পালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন তিনি।
১০১ বছর বয়সী গোল বাহারকে হুইলচেয়ারে বসিয়ে ভোট দিতে নিয়ে এসেছেন তার ছেলে ৭০ বছর বয়সী ছেলে হাবিবুর রহমান বয়াতী।
জানা যায়, ১৯২২ সালের ৫ সেপ্টেম্বর গোল বাহার নড়িয়ার মাইজপাড়া এলাকায় মকিম কোটারী ও বরনী দম্পত্তির ঘরে জন্মগ্রহণ করেন। তার স্বামী আলিমুদ্দীন বয়াতী ১৯৮০ সালে মারা যান। ৬ ছেলে ও ২ মেয়ের জননী গোল বাহার বার্ধক্যজনিত কারণে এখন নিজের চলাফেরা নিজে করতে না পারলেও জীবনে কখনো ভোট দেওয়া থেকে বিরত থাকেননি বলে এবারও এসেছেন ভোট কেন্দ্রে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১০১ বছর হলেও তার পরিবারের দাবি তার বয়স ১১৫ বছরের বেশি।
ভোট দেওয়া শেষে গোল বাহার বলেন, জীবনে কোনো নির্বাচনের ভোট বর্জন করিনি আমি। যতদিন বেঁচে থাকব, ভোট দিয়ে যাব। দেশের সরকার গঠনে সহযোগিতা করব আমি। ব্রিটিশ থেকে পাকিস্তান সব আমলই দেখেছি৷ এবারের নির্বাচনে সবাই বলেছিল, ভোট দিতে পারব না। কিন্তু আমি সুন্দরভাবে ভোট দিয়েছি।
হাবিবুর রহমান বয়াতী বলেন, মা কখনও ভোট দেওয়া থেকে বিরত থাকেননি বলে নির্বাচনের শুরু থেকেই বলে আসছিল ভোট দিতে কেন্দ্রে যাবেন, তাই নিয়ে এসেছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।
১১ মাস আগে
জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ!
কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসে থাকা ভাইকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে উপজেলার টামটায়েএ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমসহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমির হোসেন ৯ (৬৫) টামটা গ্রামের আইয়ুব আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ওসমান গনি ওরফে নাছিম (৫৫) ওই গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে এবং পেশায় একজন একজন পল্লী চিকিৎসক। সর্ম্পকে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
আরও পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গ্রেপ্তারেরা হলেন- ওই গ্রামের শামীম ওসমান (৪৮), মো. শাহাদাত (৩৫), বিএম ওসমান গনির ছেলে মো. সিয়াম (২৭) এবং মো. সিহাব (২৯)।
অন্যদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকালে আমির হোসেন বাড়ির সামনের পাকা রাস্তার উপর হুইলচেয়ারে বসে আছেন। এ সময় নাছিম পেছন থেকে এসে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে আমির হোসেন হুইলচেয়ার থেকে মাটিতে পড়ে যান। এরপর আরও একাধিকবার কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছিম। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিক পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফরিদগঞ্জে কিশোরীসহ ৩ জনের ‘আত্মহত্যা’
ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
কক্সবাজারে প্রতিবন্ধীদের স্কুলে ৫০টি হুইলচেয়ার দিল আইওএম
কক্সবাজার, ২৭ আগস্ট (ইউএনবি)- কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবন্ধীদের একটি স্কুলে বিশেষ প্রয়োজনে ৫০টি হুইলচেয়ার দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
৫ বছর আগে