ছাত্রনেতা
‘জামায়াত নেতার নেতৃত্বে’ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বাড়িতে হামলা
কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনের নেতৃত্বে তার লোকজন এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলেঙ্গিপাড়ায় ঘটনাটি ঘটে। তবে জামায়াত নেতা আফজাল অভিযোগটি অস্বীকার করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে থানার একটা বিষয় নিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনের সঙ্গে ফোনে বাগবিতণ্ডা হয়। এরপর দুপুর ১২টার দিকে আফজাল হোসাইনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাসায় আমি ও আমার আব্বু ছিলাম না। তারা টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে।’
তিনি বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে তারা এই তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের শুনানির তারিখ ধার্য
২৮ দিন আগে
৫৪ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রনেতা অন্তর উদ্ধার
নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর ছাত্রনেতা রবিউল আউয়াল অন্তরকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
অন্তর পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা-বিষয়ক সহ-সম্পাদক।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। এ সময় কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা-সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছিল পুলিশ।
আরও পড়ুন: সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড
এ ঘটনায় গত শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘পটুয়াখালী পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন।’
৪৪ দিন আগে
বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেসিনার পদ স্থগিত
উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদ সাময়িক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড তাদের নজরে পড়েছে। এজন্য জেসিনা মোর্শেদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে কমিটির সদস্যদের সামনে তিন দিনের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের দুদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজীব উদ্ধার
তদন্ত কমিটির সদস্যরা হলেন— কেন্দ্রীয় কমিটির আশরেফা থাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত জানাবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাজ করবেন।’
এ বিষয়ে জেসিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় সংগঠন, জবাব তো দিতেই হবে, এটাই স্বাভাবিক।’
এছাড়া এ বিষয়ে তিনি আর কোনো ধরনের কথা বলতে চাননি।
গত ২৬ নভেম্বর রাশেদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক ও জেসিনাকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ৬ মাসের জন্য অনুমোদনপ্রাপ্ত কমিটি থেকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন ৬ জন।
৪৮ দিন আগে