ঝুট ব্যবসা
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও যুবলীগের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে। এ সময় কাপ্তান মিয়া নামে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ কাপ্তান মিয়াকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন ইটের আঘাতে আহত হন, তিনিও পথচারী।
কাপ্তান মিয়া হবিগঞ্জ জেলার বোসিন্দা ও জাগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থাকেন। আহত অপরজন হলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের শেখ আবু জাফর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আশুলিয়ার জামগড়ার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যাবসা দখলকে কেন্দ্র ছাত্রদলের আশুলিয়া থানা শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ঝুট ব্যবসায়ী শরীফ চৌধুরীর সমর্থক ও জুট ব্যবসায়ী বকুল চৌধুরীর ছেলে যুবলীগ নেতা রনি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৬ রাউন্ড গুলির শব্দে এলাকা গড়ম হয়ে ওঠে।
দীর্ঘ সময় উভয়পক্ষে রামদা মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল বিনিময় হয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ‘গোলাগুলির ঘটনায় দুই পক্ষকে ধরতে পুলিশ অভিযানে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
২৯৮ দিন আগে