বিএমজেপি
মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আরও পড়ুন: তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম ও ওমর ফারুক। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান; তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।
এর আগে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন না দেওয়ায় দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল হাইকোর্টে রিট করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৩২১ দিন আগে