কুরআন হাদিস
ধর্ম উপদেষ্টার ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, (ইউএনবি)— ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এই বইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ইমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করে তিনি বইটিকে ডিজিটাল ফর্মেও প্রকাশের পরামর্শ দেন। ধর্মীয় কোনো বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটির সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে, সে বিষয়ে প্রকাশককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।
আরও পড়ুন: আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
সভাপতির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে—এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে।’
বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগুলো আরও বিশদভাবে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ, আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন প্রমুখ।
৬২ দিন আগে