এটিএম আজাহারুর ইসলাম
আজহারের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মিছিল-সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুর ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ার চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহরে শাপলা চত্ত্বর হয়ে কোট বিল্ডিং ঘুরে এসে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশ করে।
আরও পড়ুন: ‘ক্ষমতায় যাওয়া নয়, সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর উদ্দেশ্য’
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারি মিনহাজুল রহমান, খাগড়াছড়ি সদরের আমির মো. ইলিয়াস, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকর্মীকে অন্যাভাবে ফাঁসি দিয়েছে। দীর্ঘ ১৪ বছর অন্যায়ভাবে বহু নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। অনেক অন্যায় সহ্য করতে হয়েছে। এ সকল অন্যায়ের বিচার করতে হবে।
আরও পড়ুন: দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
তারা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি করেন নেতারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন বক্তারা।
এ সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
৭৩ দিন আগে