মাদ্রাসা ছাত্র
জাবির ‘সি’ ইউনিটে প্রথম হলেন মাদ্রাসা ছাত্র লাবিব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে ছেলেদের সমন্বিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মাদ্রাসা ছাত্র লাবিব হাসান রিদওয়ান। জাবিতে প্রথমবার কোনো মাদ্রাসা ছাত্র হিসেবে এই সাফল্য অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
প্রথম স্থান অর্জনকারী ওই শিক্ষার্থী নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা রাকিব উদ্দিনের সন্তান। রাকিব উদ্দিন উপজেলার হীরাপুর আলিম মাদরাসার আরবি বিষয়ের একজন প্রভাষক এবং তার মা কামরুন নাহার স্থানীয় একজন হোমিও চিকিৎসক।
আরও পড়ুন: স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব জাবি উপাচার্যের
লাবিব নোয়াখালীর চাটখিল উপজেলার দারুল আরকাম দাখিল মাদরাসা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে দাখিল ও রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন।
এ বিষয়ে লাবিব নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে আমার মা-বাবা আমাকে অনেক হেল্প করেছেন, সাহস জুগিয়েছেন। শিক্ষকরাও আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন।’
এর আগে, এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) 'বি' ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে।
উল্লেখ্য, এবছর ছয়টি ইউনিটে মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়াই করেছেন।
২৮ দিন আগে