বাস-ভ্যানের সংঘর্ষ
গোপালগঞ্জে বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১১
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। এদের মধ্যে মারাত্মক আহত পাঁচজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এর পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
এ দুর্ঘটনায় এখন পযর্ন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত
এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসো ফাল্গুনী নামের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যা চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। তারা আশা করছেন বেলা ১১টার মধ্যে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
৭২ দিন আগে