রামদা
উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরা এলাকায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
আরও পড়ুন: উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এরআগে মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে (২৮) রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি হয়েছে উত্তরা পশ্চিম থানায়।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং একপর্যায়ে ‘কিল-ঘুসি’ মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়। বর্তমানে ওই দম্পতি চিকিৎসাধীন রয়েছেন।
৫৮ দিন আগে