বুলবুল হাসান
বুলবুল হাসানের বায়োফিকশন অন্তহীন বিতর্কযাত্রার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি বুলবুল হাসান তার এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপ দিয়েছেন।
তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর ও তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য ও দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বইটি শুধু আত্মজীবনী নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’
১৯৭০-এর দশকে টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন, অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান বলেন, ‘বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে।’
আর পড়ুন: আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার বলেন, ‘এই বই আমাদের বিতর্ক আন্দোলনের ইতিহাসকেও ধারণ করে। এটি বিতার্কিকদের জন্য এক ধরনের পথনির্দেশিকা হয়ে উঠবে।’
বইটির প্রকাশক সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক বলেন, ‘বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বায়োফিকশনের এই ভিন্নধর্মী প্রচেষ্টা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও সাবেক বিতার্কিক মাহফুজ মিশু। বইটির প্রকাশনা উৎসবে বিশিষ্ট সাহিত্যিক, বিতার্কিক ও পাঠকের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
৪৭ দিন আগে