টিভি চ্যানেল
টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু
অবৈধভাবে দেশি-বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে প্রক্রিয়া শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত ১০টি সিদ্ধান্ত গ্রহণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরও পড়ুন: শেখ হাসিনার থাইল্যান্ড সফরে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের প্রত্যাশা: পররাষ্ট্র মন্ত্রণালয়
সিদ্ধান্তগুলো হলো-
১) কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর অধীনে অনুমোদিত সেবা প্রদানকারীরাই সরকার অনুমোদিত দেশি ও বিদেশি চ্যানেলসমূহ গ্রাহকের কাছে বিতরণ করতে পারবে।
২) ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অননুমোদিত কোনো চ্যানেল ডাউনলিংক, সম্প্রচার, সঞ্চালন বা বিতরণ করা যাবে না।
৩) সেট-টপ বক্স অবৈধভাবে আমদানি ও বাজারজাত করা যাবে না।
৪) টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের অ্যাপসসমূহ ব্যবহারে উদ্বুদ্ধ করে প্রচার চালানো কিংবা এ ধরনের অ্যাপস সেট-টপ-বক্সে ইনস্টল করে বিক্রি করা সম্পূর্ণরূপে অবৈধ। এর বিরুদ্ধে বিটিআরসি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫) বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধির স্বার্থে, বিদেশে অর্থ পাচার রোধে এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের উদ্দেশ্যে যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
৬) কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৩(১) ধারা অনুযায়ী, কোনো ডিস্ট্রিবিউটর বা সেবাপ্রদানকারী নির্ধারিত আবেদনপত্রের ভিত্তিতে সরকার অনুমোদিত চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল বাংলাদেশে ডাউনলিংক, বিপণন, সঞ্চালন বা সম্প্রচার করতে পারবে না।
এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান ক্লিনফিড সম্প্রচারের বিষয়ে নির্দেশনা দিয়েছে বিধায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্লিনফিড ব্যতীত বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করতে পারবে না।
৭) কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৩(২) ধারা অনুযায়ী, কোনো ডিস্ট্রিবিউটর বা সেবাপ্রদানকারী সরকার অনুমোদিত চ্যানেল ব্যতীত নিজস্ব কোনো অনুষ্ঠান যেমন- ভিডিও, ভিসিডি, ডিভিডি এর মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে কোনো চ্যানেল বাংলাদেশে বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না। আইন অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশি বা বিদেশি টিভি চ্যানেলের ফিড বা নিজস্ব কোনো চ্যানেল সম্প্রচার বা সঞ্চালন করতে পারবে না।
৮) কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৪(১) ধারা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত না হয়ে কোনো ব্যক্তি, ডিস্ট্রিবিউটর বা সেবাপ্রদানকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাই লাইসেন্সধারী ডিস্ট্রিবিউটর বা সেবাপ্রদানকারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টিভি চ্যানেল বা অনুষ্ঠান সঞ্চালন বা সম্প্রচার করতে পারবে না।
৯) অনুমোদিত ডিস্ট্রিবিউটররা এ সিদ্ধান্তসমূহ তাদের বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারকারীদের লিখিতভাবে জানাবে।
১০) আইন/নীতিমালা বহির্ভূত, অবৈধ বা অননুমোদিতভাবে সম্প্রচার কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরও পড়ুন: মৌলিক শিক্ষা অধিকার: প্রাথমিক থেকে নিম্ন-মাধ্যমিক স্তরে উত্তরণে কাজ করবে দুই মন্ত্রণালয়
অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড অর্জন করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
৭ মাস আগে
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাশমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ ম্যাচ টিভি চ্যানেল এবং লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ লাইভ: কোথায় দেখা যাবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
বাংলাদেশ
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের সরাসরি সম্প্রচার গাজী টিভি এবং টি-স্পোর্টসে পাওয়া যাবে।
টফিতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করা হবে
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সকল ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন অ্যাপ টফিতে।
র্যাবিটহোল অ্যাপে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্ট্রিমিং
বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে র্যাবিটহোল অ্যাপে।
ভারত
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
বাংলাদেশ-আফগানিস্তান ওডিআই সিরিজটি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে, তবে ভারতের কোনো টিভি চ্যানেলে সিরিজটির সরাসরি সম্প্রচার করা হবে না।
আফগানিস্তান
ওডিআই সিরিজটি আফগানিস্তানের আরটিএ স্পোর্টে দেখা যাবে।
ভারত ও আফগানিস্তানের বাইরে বিশ্বের বাকি ভক্তরা র্যাবিটহোলবিডি’র ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ম্যাচটির লাইভ দেখাবে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সম্ভাব্য একাদশ
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩ সূচি প্রকাশ: প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ শিরজাদ/জিয়া উর রহমান।
১ বছর আগে
এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং: টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম
কৌতূহলোদ্দীপক কোয়ালিফায়ারগুলো শেষে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২২। আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত স্পোর্টস ইভেন্টটির ১৫তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এশিয়ার অন্যান্য প্রধান দেশগুলোর মতো বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরাও প্রতিটি খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। সবচেয়ে উত্তেজনার ব্যাপার হচ্ছে, গত ২৩ আগস্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের খেলাগুলো হবে সম্পূর্ণ টি-টুয়েন্টি ফরম্যাটে। জেনে নেয়া যাক এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো সম্পর্কে।
এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি
ছয়টি দলের মোট ১৩টি ম্যাচের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর এবং প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩০ আগস্ট বাংলাদেশে বনাম আফগানিস্তান, ২ সেপ্টেম্বর কোয়ালিফাইং দেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ এবং ৩ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচ; এই তিনটি খেলা অনুষ্ঠিত হবে শারজাহতে। এছাড়া বাকি ১০টি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু দুবাই। সবগুলো খেলা বাংলাদেশে থেকে সরাসরি দেখা যাবে রাত ৮টায়।
আরও পড়ুন: প্রত্যাশা কম রেখেই এশিয়া কাপ খেলতে উড়াল টাইগার দলের
এ ও বি এই দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে সুপার চাররে যাওয়ার জন্য। গ্রুপ-এ তে আছে ভারত, বাংলাদেশ ও হংকং এবং গ্রুপ-বি তে থাকছে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এবার দেখে নেয়া যাক খেলাগুলোর সময়সূচি
২৭ আগস্ট → শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট → ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট → বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট → ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর → শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর → পাকিস্তান বনাম হংকং
৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্ব থেকে সুপার চাররে উন্নীত চারটি দেশ নিজেদের মধ্যে মোট ছয়টি ম্যাচ খেলবে। এখান থেকে সর্বোচ্চ স্কোরের অধিকারী দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে পরস্পরের বিরুদ্ধে লড়বে।
আরও পড়ুন: ডোমিঙ্গো নয়, এশিয়া কাপে কোচ হচ্ছেন শ্রীধরন
এশিয়া কাপ ২০২২ এর খেলাগুলো লাইভ কোথায় দেখা যাবে
বাংলাদেশে এই স্পোর্টস ইভেন্টের সব ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জিটিভি (গাজী টেলিভিশন চ্যানেল)। এছাড়া বিটিভি (বাংলাদেশ টেভিভিশন চ্যানেল) ন্যাশনাল ও চ্যানেল নাইন-এও দেখা যাবে খেলাগুলো। ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে সারা বিশ্বে সম্প্রচার বিতরণের স্বত্ব পেয়েছে। এছাড়াও টি-স্পোর্টস, সনি স্পোর্টস, টেন ক্রিকেট ভিডিওর মত বিদেশি চ্যানেলগুলোতেও বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে।
সনি লাইভ বাইস্কোপ এবং টফি অ্যাপসের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ফ্রিতে খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
প্রতিবারের মত এবারো এশিয়া কাপ ২০২২ বাংলাদেশিদের জন্য হাজারো প্রত্যাশার হাতছানি দিচ্ছে। পরপর দু’বার ট্রফি স্পর্শ করার খুব কাছ থেকে ফিরে আসার দুঃখটা ঘুচিয়ে দিতে পারে সাকিব আল হাসানের বাহিনী। এছাড়া সচরাচর গোট এশিয়া বিশ্বের চোখ নিবদ্ধ থাকবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ের দিকে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
সব মিলিয়ে বলা যায়, ২০২২ এর তৃতীয় কোয়ার্টারের শুরুতে দুর্দান্ত এক ক্রিকেট যুদ্ধে অভিজ্ঞতা নিতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উপরোল্লিখিত এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিশাল উৎসবের সাক্ষী হতে পারেন।
২ বছর আগে
টিভি চ্যানেলে একটির বেশি বিদেশি সিরিয়াল নয়
দেশের কোনো টিভি চ্যানেল একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। দেশের ইতিহাস-ঐতিহ্য -সংস্কৃতি- কৃষ্টি রক্ষায় এ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি'র তৃতীয় সম্প্রচার সম্মেলনে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন।
আরও পড়ুন: ড. ইউনূস শাক দিয়ে মাছ ঢাকছেন: তথ্যমন্ত্রীবিজেসির অন্যতম ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আলোচনা করেন বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, পরিচালকদের মধ্যে রাশেদ আহমেদ, নূর উস-সাফা জুলহাজ, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে দেশের অন্যতম পথপ্রদর্শক, যা কোনভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়। একইসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সঙ্গে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। হাছান মাহমুদ এসময় দেশের গণমাধ্যমকে সমৃদ্ধতর করতে বিজেসির ভূমিকা জোরদারে গুরুত্ব দেন। তথ্যসচিব এবং আমন্ত্রিত অতিথিরা সম্প্রচার সম্মেলনের সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন নিয়ে কোনো উৎসব করছে না সরকার: তথ্যমন্ত্রী
২ বছর আগে
ডিআইজি মিজানের আপিল শুনানি ১৩ এপ্রিল
ঘুষ লেনদেনের মামলায় দণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার (১৩ এপ্রিল) দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মিজানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন গিয়াস উদ্দিন আহমেদ। এর আগে গত ৪ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন ডিআইজি মিজানুর রহমান। আপিলে তিন বছরের সাজা থেকে খালাস চেয়েছেন তিনি।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলায় রায় দেন।
২০১৯ সালের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ওই চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ওই অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন।
আরও পড়ুন: আদালতে মানুষের দুর্দশার সুযোগ নেয়া বরদাশত করা হবে না: প্রধান বিচারপতি
এ প্রতিবেদন প্রচারিত হওয়ার পর দুদক সংস্থার সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ২০১৯ সালের ১০ জুন প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালক বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলা ভঙ্গ ও সর্বোপরি অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।
এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। একই বছর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। অপরদিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজানকে এ মামলায়ও গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ২৩ ফেব্রুয়ারি বিচারিক আদালত রায় দেন।
আরও পড়ুন: মিতু হত্যা: আদালতের নির্দেশে বাবুল আক্তারের হাতের লেখার নমুনা সংগ্রহ
২ বছর আগে
ক্লিনফিড বাস্তবায়নে বুধবার থেকে ফের মোবাইল কোর্ট: তথ্যমন্ত্রী
বিদেশি চ্যানেলের ক্লিনফিড বা বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে আগামীকাল বুধবার থেকে ফের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত চ্যানেল ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটির জন্য মোবাইল কোর্ট চালানো হবে। অন্যান্য শর্ত যদি কেউ না মানে, তাহলে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: ২৪ বিদেশি চ্যানেল প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি'র প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ের সময় মন্ত্রী এই সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে আইন বাস্তবায়ন করা হচ্ছে। আশেপাশের সব দেশেই এ আইন কার্যকর আছে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি।
আরও পড়ুন: বিদেশি চ্যানেলে ক্লিনফিড বাস্তবায়নে মোবাইল কোর্ট: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ‘একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। আমরা এবার বদ্ধপরিকর আইন কার্যকর করতে। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের আকাশ উন্মুক্ত: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
ক্যাবল অপারেটরদের কারণে বছরে ১০-১২ হাজার কোটি টাকা ক্ষতি: মন্ত্রী
ক্যাবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার প্রতিবছর ১০ থেকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে রবিবার জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে