পেরেক অপসারণ
যশোরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি
যশোর সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার যশোরের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান মুন্সি মেহেরুল্লাহ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘গাছ সুরক্ষায় নতুন আইন, নিষিদ্ধ হচ্ছে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া’
আরও উপস্থিত ছিলেন— যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, যশোরের সহকারী বন সংরক্ষক খন্দকার মোহাম্মদ গিয়াস উদ্দিন, আব্দুল ওয়াহিদ সরদারসহ যশোর সামাজিক বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
মাসব্যাপী চলমান এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে যশোর জেলার অন্যান্য গাছগুলো থেকে পেরেক অপসারণ করা হবে। আজ থেকে যশোর জেলাসহ বাংলাদেশের ২৮টি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে।
৬৫ দিন আগে