ঢাকা-সিলেট মহাসড়ক
হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
বাহুবল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চার যাত্রী মারা যায়। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১
১ বছর আগে
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শাহপুরে মেটাডর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলাটিলা গ্রামের মাইক্রোবাস চালক সাদির আলী (২৫); কমলগঞ্জ উপজেলার বড়ছড়া গ্রামের আব্দুস সালাম (৩২); আবদুস সালামের স্ত্রী সাদিয়া (২১); তাদের দুই বছরের মেয়ে হাবিবা ও সাদিয়ার ভাই আতিকুর রহমান শিহাব (১৫)।
হতাহতদের স্বজন আশরাফুল আলম জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই আত্মীয়। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাজু নামের এক আত্মীয়কে রিসিভ করে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ঐ স্থানে একটি মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর দিকে মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে এটি ধুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
১ বছর আগে
নবীগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলতপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রব্বান মিয়া (৪০)।
আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরীর স্ত্রী আয়েশা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
আরও পড়ুন: পৃথিবীতে এসেই দুর্ঘটনায় মা-বাবা-বোনকে হারালো!
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জাবেদ, বকুল, আয়েশা ও রেনু রব্বান মিয়ার অটোরিকশা করে ওই উপজেলার শতক গ্রামের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজার কাছে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক রব্বান মিয়া, বকুল ও এহিয়া মারা যান। গুরুতর আহত আয়শা ও রেনুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত এহিয়া চৌধুরী মাসেক আগে বিয়ে করেছেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৩
বগুড়ায় প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪
২ বছর আগে
আশুগঞ্জে গাড়িচাপায় ২ চালকল শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গাড়িচাপায় দুই চালকল শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহততের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে হায়দার আলী (৩০)। নিহত অপজনের বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজের জন্য ওই পাঁচজন বাসে করে বুধবার সকালে আশুগঞ্জ আসেন। সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে এসে তারা বাস থেকে নামেন। পরে হেঁটে রাইস মিলে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি তিনজন গুরুতর আহত আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, কোন গাড়ি চাপা দিয়েছে-সেটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্তকরণের চেষ্টা চলছে।
পড়ুন: মুন্সিগঞ্জে আগুনে শিশু নিহত, মা-মেয়ে দগ্ধ
নাটোরে ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
৩ বছর আগে
ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় গত দুদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় এক দম্পতিসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছেন আট জন।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকায় ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
নিহত রনি খন্দকার (১৬) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে। তবে নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ব্রিজের রেলিং ভেঙে লবণ বোঝাই ট্রাক খাদে পড়ে (আশুগঞ্জ- আখাউড়া) এক শ্রমিক নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়।
নিহত দুলাল মিয়া (৪৫) শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে।
আহতরা হলেন- ট্রাক চালক ইব্রাহিম মিয়া ও হেলপার মেহেদি হাসান সিলেটের জৈন্তাপুর এলাকা জয়নাল মিয়ার ছেলে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী দম্পতি নিহত হন এবং চালককে হাসপাতালের নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় আরও তিন জন আহত হন।
নিহতরা হলেন- সাগর মিয়া (৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাঁন মিয়ার ছেলে ও তার স্ত্রী শিরিন বেগম (২৮) এবং নিহত চালকের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম জানান, গত দুইদিনে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। অদক্ষ চালকের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে। মহাসড়কে যানবাহনগুলো কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহত ২ জনের মধ্যে এক জনের পরিচয় মিলেছে। সে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রণি খন্দকার (১৩)। অন্য আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল আলম জানান, সকালে সিলেটগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
৩ বছর আগে
সিলেটে কার চাপায় মাদরাসা অধ্যক্ষের মৃত্যু
সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার চাপায় গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামস্থ হযরতশাহজালাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মারা গেছেন।
নিহত মাওলানা মো. আমীরুল ইসলাম (৬০)উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
শাহজালাল ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম জানান, দুপুর ১২টার দিকে মাওলানা মো. আমিরুল ইসলাম মাদরাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
৩ বছর আগে
নির্মাণের ৬ বছরেও চালু হয়নি হবিগঞ্জের ট্রমা সেন্টার
গত ছয় বছরে শুধুমাত্র চিঠি চালাচালি ছাড়া জেলার বাহবলে স্থাপিত হবিগঞ্জ ট্রমা সেন্টারের ভাগ্যে কিছুই জুটেনি। নির্মিত ভবনটি অযত্ন ও অবহেলায় দিন দিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
৪ বছর আগে
ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জুলাই থেকে ৪দিন যান চলাচল বন্ধ
জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চারদিন বন্ধ থাকবে।
৪ বছর আগে
বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনায় বরের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নামক স্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় বরসহ নয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৪ বছর আগে